মধুখালীর ইউএনও কোভিডে আক্রান্ত

মো. মোস্তফা মনোয়ার
মো. মোস্তফা মনোয়ার

ফরিদপুরের মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সম্প্রতি জ্বর, গলাব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে ৪ আগস্ট তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল বুধবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ নতুন করে এ উপজেলায় আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ২৬২। এর মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, নতুন শনাক্ত হওয়া সাতজনের মধ্যে ইউএনও মোস্তফা মনোয়ারও রয়েছেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ নতুন করে ৫ জন কর্মীর করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলো।