ঘুরতে এসে স্বাস্থ্যবিধি অমান্য, ২৫ জনকে জরিমানা

প্রতীকী ছবি। এএফপি
প্রতীকী ছবি। এএফপি

টাঙ্গাইলের সখীপুরের নকিল বিল–সংলগ্ন বহেড়াতৈল এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম তাঁদের জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে বহেড়াতৈল এলাকায় নকিল বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিনোদনপ্রেমীরা ঘুরতে আসেন। করোনার সংক্রমণ রোধে সেখানে আসা দর্শনার্থীদের অনেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। লোকজনকে সচেতন করতে বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে ২৫ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রথম আলোকে বলেন, ঈদের পর নকিল বিলের সৌন্দর্য দেখতে বিনোদনপ্রেমীরা পাকা রাস্তায় ভিড় জমান। অনেকেই এখানে এসে নৌকা ভাড়া করে বিলে ঘুরে বেড়ান। যাঁরা মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাঁদের সচেতন করার জন্য কাউকে ১০০, আবার কাউকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।