করোনায় কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫০

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪৬ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫০। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১১ এপ্রিল দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের ৫২ বছরের এক ব্যক্তি করোনা পজিটিভ হয়ে মারা যান। এরপর গত ১১৮ দিনে এই জেলায় মারা গেছেন ১৫০ জন। সারা দেশে করোনায় মৃত ব্যক্তির মধ্যে কুমিল্লা জেলার অবস্থান তৃতীয়। প্রথম স্থানে ঢাকা ও দ্বিতীয় স্থানে চট্টগ্রাম।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় ঘনবসতি বেশি। যে কারণে আক্রান্ত ও করোনাভাইরাসের প্রকোপে মারা যাওয়া ব্যক্তির সংখ্যাও বেশি। নমুনা সংগ্রহ কমে যাওয়ায় এখন রোগ নির্ণয় কম হচ্ছে। ঈদের পরের দুই সপ্তাহ পর্যবেক্ষণ করলে বোঝা যাবে সংক্রমণের হার কোনো দিকে যাচ্ছে। করোনায় দেড় শ জনের মৃত্যু কম নয়। এটাকে শূন্যের কোঠায় আনতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে আজ শুক্রবার জেলায় নতুন করে আরও ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় ২৭ হাজার ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২৬ হাজার ১১৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে। মোট কোভিড রোগীর সংখ্যা ৫ হাজার ৭৭৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৮৬ জন।

জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, ‘ঈদের পরের দুই সপ্তাহ আমরা পর্যবেক্ষণ করব। ঈদে অনেকে বাড়ি গেছেন। গরু ও খাসি কোরবানি করেছেন। এতে নানা ধরনের মানুষের অংশগ্রহণ ছিল। তবে কুমিল্লায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১৫০ জন।’