শিবগঞ্জ ও সোনাতলার ইউএনও কোভিডে আক্রান্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর এবং সোনাতলার ইউএনও শফিকুর আলম কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে নতুন সংক্রমিত ৪৫ জনের মধ্যে ওই ২ জন ইউএনও রয়েছেন। একজন চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক চিকিৎসকের অবস্থা সংকটাপন্ন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ও চিকিৎসা কর্মকর্তা ফারজানুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বগুড়ায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৩ জন।

কোভিডে আক্রান্ত চিকিৎসক সংকটাপন্ন
কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক চিকিৎসকের অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রাখা ওই চিকিৎসকের নাম রেজওয়ানুল বারী শামিম। তিনি অর্থোপেডিক সার্জন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ চিকিৎসক রেজওয়ানুল বারীর অবস্থা খুবই সংকটাপন্ন।