বগুড়ায় কোভিডে আক্রান্ত জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরের দিকে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যাংক কর্মকর্তার নাম আলমগীর হোসেন (৫৮)। তাঁর বাড়ি বগুড়া শহরের পূর্ব গোদারপাড়া এলাকায়। তিনি জনতা ব্যাংক বগুড়া শহরের খান্দার এরিয়া কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খায়রুল বাশার মোমিন প্রথম আলোকে জানান, উপসর্গ দেখা দেওয়ায় আলমগীর হোসেন ৪ আগস্ট করোনা পরীক্ষার জন্য বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। নমুনা পরীক্ষায় ওই দিনই করোনা শনাক্ত হয়। এরপর বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকায় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তিনি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে আইসোলেশনে রাখা হয়। সেখানে শরীরের অক্সিজেন কমে যেতে থাকলে তাঁকে আজ সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত বগুড়ায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৩ জন।