ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণের মামলা, বাবা গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার রাত আটটার দিকে পুলিশ ছাত্রলীগ নেতার বাবা ছলিমুদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি উপজেলার ফুলশো গ্রামে।

মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ্জাক একই উপজেলার জনৈক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে (২০) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুর রাজ্জাক ওই কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ওই কলেজছাত্রীর ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মোহনপুর থানায় অপহরণের মামলা করেন।

জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, সহযোগী আসামি হিসেবে ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হয়তো জানেন তাঁর ছেলে কোথায় আছেন। ইচ্ছা করে বলছেন না। আগামীকাল শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

আবদুর রাজ্জাকের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।