মোটরসাইকেলের অদূরেই পড়ে ছিল লাশটি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশ জানতে পারেনি কী ধরনের পরিবহন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে। আজ শনিবার সকালে ধামরাইয়ের কসমস এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পেরেছে। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৩২)। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মোটরসাইকেলটিকে পেছন থেকে কোনো একটি যানবাহন ধাক্কা দিয়েছে। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কেউ জানাতে পারেনি কী ধরনের যানবাহন ধাক্কা দিয়েছে। সড়কে লাশটি পড়ে ছিল, সেটির কাছাকাছি দূরত্বে পড়ে ছিল মোটরসাইকেলটি।

ধামরাই থানার পুলিশ জানায়, আলাউদ্দিন মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি যানবাহন তাঁকে ধাক্কা দেয়। যানবাহনের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।