সিলেটে কোভিডে নারী কাউন্সিলরের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রুশনা বেগম (৫৫) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রুশনা বেগম পৌরসভার সোপাতলা গ্রামের বাসিন্দা ছিলেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী। তিনি বলেন, ২ আগস্ট রুশনা বেগম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরবর্তী সময়ে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট থাকায় তাঁর নমুনা নেওয়া হয়। নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ আসে। গতকাল রাত ১০টার দিকে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোভিড-১৯–এ মারা যাওয়া ব্যক্তিদের দাফনের জন্য গঠিত উপজেলার স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় আজ শনিবার দুপুরে রুশনা বেগমের লাশ দাফন করা হয়েছে।