ভাইকে বাঁচাতে গিয়ে মরল রাইদুল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে নিখোঁজ রাইদুল ইসলামের (১৩) লাশ এক দিন পর উদ্ধার হয়েছে। আজ শনিবার বিকেলে পুলিশ পৌর শহরের মুজিবনগর এলাকা ঘাটে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

রাইদুল ইসলাম মুজিবনগর এলাকার সুন্দর আলীর ছেলে এবং বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে রাইদুল ইসলাম ও তার খালাতো ভাই রূপচানসহ (১০) বেশ কয়েকজন বাড়ির পাশে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় প্রচণ্ড স্রোতে রূপচান পানিতে তলিয়ে যেতে থাকে। রাইদুল রূপচানকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে যায়, তবে রূপচান তীরে উঠতে সক্ষম হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রাইদুলের সন্ধান পাননি। বিকেলে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত নয়টা পর্যন্ত চেষ্টা করে রাইদুলের খোঁজ পায়নি। আজ বিকেলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাইদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।