'করোনা আমাদের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে'

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক চিকিৎসক মোহাম্মাদ শহীদুল্লাহ বলেছেন, ‘কোভিড-১৯ আমাদের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে, প্রকাশ করেছে বর্জ্য ব্যবস্থাপনারও। ডাক্তার এবং নার্সের স্বাস্থ্য সুরক্ষা একটি বড় বিষয়। এক হাজারের ওপর ডাক্তার আক্রান্ত হয়েছেন। শতাধিক ডাক্তার মারা গেছেন।’

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত ওয়েবিনারে অংশ নিয়ে মোহাম্মাদ শহীদুল্লাহ এসব কথা বলেন।

চিকিৎসা বর্জ্য নিরাপদ নিষ্কাশনে অব্যবস্থাপনা শীর্ষক ওয়েবিনারটি সঞ্চালনা করেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ হেলথ স্পেশালিস্ট জিয়া উদ্দিন হায়দার। আলোচনায় অংশ নেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান এবং সাংবাদিক ও চিকিৎসক নূরুল ইসলাম হাসিব।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ও জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক চিকিৎসক মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৪০ বছরে চিকিৎসা বর্জ্য নিয়ে কথা হয়নি। আবার, যেটুকু কথা হয়েছে তাতে অগ্রগতি এখনো তেমন হয়নি। এমবিবিএস কারিকুলামে আন্ডার গ্র্যাজুয়েটে যদি পড়ানো হতো, তাহলে চিকিৎসক হওয়ার আগেই একজন শিক্ষার্থী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বুঝত। নার্স এবং মিডওয়াইফ কারিকুলামেও অন্তর্ভুক্ত করা দরকার ছিল। আমরা তা করছি না।


অধ্যাপক মোহাম্মাদ শহীদুল্লাহ মনে করেন, সিরিঞ্জ যদি আমরা ঠিকমতো ডিসপোজ করতে পারতাম তাহলে হেপাটাইটিস বি কিংবা সি এভাবে বাড়ার কথা না। মনিটরিং বাড়াতে হবে।

প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে দাবি করছি কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের যেখানে পৌঁছানোর কথা, সেখানে পৌঁছাতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছে সিটি করপোরেশন ও পৌরসভা। কিন্তু সিটি করপোরেশন ও পৌরসভার ক্যাপাসিটি বিল্ডআপ করা হয়নি। অনেক সিটি করপোরেশনের জায়গা নেই। সাভার-নারায়ণগঞ্জে রাস্তার দুধারে বর্জ্য ফেলে রাখা হয়।’

সাংবাদিক নূরুল ইসলাম হাসিব বলেন, ‘করোনা সময় আমরা দেখলাম বাসা-বাড়ি থেকে যারা আবর্জনা নেন, তাঁরা মাস্ক নিচ্ছেন না। কারণ তাঁদের কাছে সেই নির্দেশনা ছিল না যে বাসা-বাড়ি থেকে এ ধরনের বর্জ্য আসতে পারে। ন্যাশনাল হেলথ সার্ভিস করা না হলে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে না।’