সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে আবার বাড়ছে

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে শনিবার পানি বাড়ছিল। ছবি: প্রথম আলো
সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে শনিবার পানি বাড়ছিল। ছবি: প্রথম আলো

সিলেটের সীমান্ত নদী হিসেবে পরিচিত লোভার পানি বাড়ায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে আবার পানি বাড়ছে। তবে সুরমার সিলেট শহর পয়েন্টে পানি কমছে।

আজ রোববার দৈনিক পানির স্তর–সম্পর্কিত তথ্যের সূত্রে এ কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার।

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লোভাছড়া দিয়ে প্রবাহমান লোভা নদী। সুরমা নদীর সঙ্গে মিলিত হয়ে বিলীন হওয়া এ নদীর পানি হ্রাস ও বৃদ্ধির ওপর নির্ভর করে সুরমা নদীর পানির প্রবাহ।

পাউবো জানায়, গত দুদিন বৃষ্টি হওয়ায় লোভা নদীর পানি গতকাল শনিবার দুপুরের দিকে বাড়তে থাকে। গতকাল সন্ধ্যায় ১১ দশমিক ৮৭ মিটার থেকে পানি বেড়ে আজ সকালে ১১ দশমিক ৯১ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। লোভার পানি বাড়ায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টেও পানি বাড়ছিল। গতকাল সন্ধ্যায় ১০ দশমিক ৭৬ মিটার থেকে বেড়ে আজ সকালে ১০ দশমিক ৮২ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তবে সুরমা নদীর সিলেট শহর পয়েন্টে পানি কমছে। গতকাল সন্ধ্যায় ৮ দশমিক ৭৯ মিটার থেকে নেমে আজ সকালে ৮ দশমিক ৭৭ মিটার দিয়ে প্রবাহিত হয়।

লোভা ও সুরমা নদীর পানি বাড়লেও কমছে কুশিয়ারার পানি। একটানা ৩৭ দিন বিপৎসীমার ওপর থাকা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে আরও এক ধাপ কমেছে পানি। আজ সকাল ৬টায় ৯ দশমিক ৩৫ মিটার থেকে নেমে সকাল ৯টায় ৯ দশমিক ৩৪ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর বিপৎসীমা ৯ দশমিক ৪৫ মিটার। একইভাবে পানি কমছিল কুশিয়ারার উৎসমুখের অমলসিদসহ আরও দুটি পয়েন্টে।