নোয়াখালীতে বাসচাপায় ট্রাক্টরচালক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় হ্যান্ডট্রাক্টরচালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বগাদিয়া এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

নিহত ট্রাক্টরচালকের নাম মো. সুজন (২৩)। তাঁর বাড়ি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামে। তাঁর বাবার নাম হারিছ আহম্মদ।

ঘটনাস্থল পরিদর্শনকারী সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক প্রথম আলোকে বলেন, আজ দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা থেকে যাত্রী নিয়ে উপকূল পরিবহনের একটি বাস মাইজদীর দিকে যাচ্ছিল। বাসটি বগাদিয়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা জমি চাষের হ্যান্ডট্রাক্টরটিকে ধাক্কা দেয়। ওই সময় ট্রাক্টরচালক সুজন ট্রাক্টর থেকে ছিটকে সড়কে পড়েন। ওই সময় বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসআই জানান, স্থানীয় লোকজন বাসটিকে জব্দ করে থানায় খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।