পার্বতীপুরের ইউএনওর করোনা শনাক্ত

পার্বতীপুরের ইউএনও মোছা. শাহনাজ মিথুন মুন্নী। ছবি: সংগৃহীত
পার্বতীপুরের ইউএনও মোছা. শাহনাজ মিথুন মুন্নী। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পার্বতীপুর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহের মাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও ছাড়া পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান (৩৯), পার্বতীপুর সোনালী ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান (৫৫), আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক রুবিনা আক্তার (৪৫), পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজবাউল ইসলাম টুকুন (৩৪), ঔষুধ ব্যবসায়ী সাদ আলী (২৭), মন্মথপুর উত্তর পাড়ার কাইয়ুম ইসলাম (২৫), শহীদ হাটের সাইদুল হক (৩৫) করোনা সংক্রমিত হয়েছেন।


পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহেল মাফী বলেন, জ্বরসহ অন্যান্য উপসর্গ থাকায় গতকাল শনিবার বিকেলে ইউএনওর বাসা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন এলে তাতে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তদের আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।