নলডাঙ্গায় করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার একজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মাহবুর আলী (৩৮)। তিনি উপজেলার আড়িয়াপাড়ার মৃত মকসেদ আলীর ছেলে।

মাহবুর আলীর মামা নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক এ বি এম তৌহিদুর রহমান বলেন, তাঁর ভাগনে মাহবুর রাজশাহীর একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছিল। রোববার দুপুরে তিনি মারা যান। তাঁর মা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাহবুর আলী কয়েক বছর ধরে এলাকার শত শত অসহায় মানুষকে টিউবওয়েল ও শীতার্ত মানুষকে লেপ দিয়েছেন। এলাকায় তিনি সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মরদেহ রোববার সন্ধ্যা পর্যন্ত এলাকায় এসে পৌঁছায়নি। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।