কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হোসাইন আহমেদ। ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হোসাইন আহমেদ। ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় হোসাইন আহমেদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হোসাইন কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট একটি পিকআপভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে তিনি সড়কে পড়ে যান। এতে মাথায় চোট পান। স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান।

হোসাইনের শ্বশুর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী জয়নাল আবেদিন দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হোসাইনের তিন বছর বয়সী এক ছেলে আছে। হোসাইনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।