ব্যবসাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের (সিইউএমসিসি) উদ্যোগে ‘এমসিসি ন্যাশনাল কেসফোগ্রাফিক চ্যালেঞ্জ ২০২০’ শীর্ষক অনলাইনভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এতে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে কাল মঙ্গলবার পর্যন্ত।

মূলত প্রতিযোগীদের বিভিন্ন পরিস্থিতির আলোকে ব্যবসাপ্রতিষ্ঠানের কিছু সমস্যা (বিজনেস কেস) দেওয়া হবে। এসব সমস্যার সমাধান ইনফোগ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এ কারণে প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘কেসফোগ্রাফিক চ্যালেঞ্জ’।

এতে প্রতিটি দল সর্বোচ্চ তিনজন সদস্য নিয়ে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া এককভাবে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে দল গঠন করার সুযোগও থাকছে। সবশেষে কোয়ালিফায়ার, নকআউট ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী বাছাই করা হবে। বিজয়ীকে দেওয়া হবে ৪৫ হাজার টাকা।