শেরপুরে বাস-রিকশাভ্যানের সংঘর্ষে কিশোর ভ্যানচালক নিহত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক মোস্তাক মিয়ার স্বজনের আহাজারি। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার শিমুলতলি তারাকান্দি এলাকায়। ছবি: প্রথম আলো
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক মোস্তাক মিয়ার স্বজনের আহাজারি। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার শিমুলতলি তারাকান্দি এলাকায়। ছবি: প্রথম আলো

শেরপুরে বাস ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শেরপুর-ঢাকা মহাসড়কের শিমুলতলি তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. মোস্তাক মিয়া (১৬) ভ্যানটির চালক ছিল। সে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে কিশোর মোস্তাক মিয়া তার রিকশাভ্যানটি নিয়ে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে সে শেরপুর সদর উপজেলার শিমুলতলি তারাকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় তার রিকশাভ্যানটির সঙ্গে ঢাকাগামী সোনার বাংলা সার্ভিস নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ভ্যানচালক মোস্তাক ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাঁরা প্রায় দুই ঘণ্টা শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনক্রমে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে। থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ছাড়ায় চালক বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।