নেমে গেছে বন্যার পানি, রেখে গেছে ক্ষত চিহ্ন

ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে রাস্তায় পানি রয়ে গেছে। তাই মানুষজনকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি ফরিদপুর সদরের গদাধরডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে রাস্তায় পানি রয়ে গেছে। তাই মানুষজনকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি ফরিদপুর সদরের গদাধরডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

ফরিদপুরে বন্যার পানি নেমে গেছে। তবে সবখানে রেখে গেছে ধ্বংসের ক্ষত চিহ্ন। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার সেই ক্ষত মেরামত করতে টাকার প্রয়োজন। টাকার জন্য অনেকে ভেঙে পড়া বাড়ি-ঘর ঠিক করতে পারছেন না। তাই বাঁধে বা রাস্তার পাশে এখনো মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন পরিবার।

আবার অনেকে ক্ষত মেরামত করে বাড়িতে উঠতে শুরু করেছেন অনেকেই। কিন্তু এখনও বাড়ির চারদিকে কাঁদাপানি। বাড়িতে আসতে হয় কাঁদাপানি মাড়িয়ে।

এই হলো ফরিদপুরের বন্যাকবলিত এলাকার বর্তমান বাস্তবতা। গতকাল মঙ্গলবার ফরিদপুর সদরের আলীয়বাকাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা, গদাধরডাঙ্গী, পূর্ব গদাধরডাঙ্গী ও খুশির বাজার সরেজমিনে দেখা গেছে এ চিত্র।

গদাধরডাঙ্গী এলাকার রোকসানা বেগম (২৪) বলেন, তার স্বামী বেলায়েত ফকির সড়কের পাশে চায়ের দোকান করে সংসার চালায়। গত এক মাস ধরে পানিতে ঘর ডুবে যাওয়ায় স্বামী ও এক ছেলেকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন বন্যা নিয়ন্ত্রণ বাধে। পানি নেমে যাওয়ার পর গত দুইদিন ধরে তারা বাড়িতে ফিরেছেন। মাটির ডোয়া, টিনের ঘরের বাড়ি তার। বন্যার পানিতে ডোয়ার ও উঠনের মাটি ধ্বসে গেছে। তিনি বাড়িঘর লেপে পুছে ঠিক করছেন থাকার উপযোগী করতে। রোকসানা বেগম জানান, বাধে থাকাকালীন সময়ে দুই দফায় ১৫ কেজি চাল সাহায্য পেয়েছিলেন। তা দিয়ে কোন রকমে বেঁচে আছেন।

একই অবস্থা প্রতিবেশি সোনিয়া বেগমের (২৬) পরিবারের। তাঁর স্বামী মানিক খান (৩৫) রিক্সা চালায়। এক ছেলে। সোনিয়া বেগম জানান, ৩৫ দিন তিনি স্বামী ও সন্তানকে নিয়ে বাধে ছিলেন। সাহায্য হিসেবে পেয়েছেন মাত্র ১০ কেজি চাল। তা দিয়ে কোন ভাবে খেয়ে না খেয়ে কেটেছে তাদের দিন।

৩৫ দিন বাধের উপর থাকার পর গত সোমবার বাড়িতে এসেছেন গদাধরডাঙ্গী এলাকার দুলু মোল্লা (৪৬)। দুলু মোল্লা স্ত্রী ও দুই ছেলে মেয়েসহ সংসারের সদস্য সংখ্যা চারজন। বাড়িতে পানি ঢোকার আগে ১০ কেজি চাল পেয়েছিলেন। আর কোন সাহায্য পাননি।

গদাধরডাঙ্গী মধ্যপাড়া এলাকার এলেম মোল্লা (৭২) বলেন, বাড়িতে পুনি ঢোকার পর তিনি গবাধী পশু নিয়ে বাধে আশ্রয় নিয়েছিলেন। তিনি কোন সাহায্য পাননি। তিনি রাতে গবাধীপশু নিয়ে বাধে থাকতেন। আর নিমজ্জিত বাড়ির জিনসপত্র চুরি যাতে না হয়ে যায় এজন্য তার স্ত্রী রোকেয়া বেগম (৪০) রাতে বাড়িতে থাকতেন মাচা করে। এলেম মোল্লা জানান, তিনি কৃষি কাজ করেন। বন্যার কারনে কোন সাহায্য পাননি। বড় কষ্টে কেটেছে তার দিনরাত্রী।

একই গ্রামের শেখ বাচ্চু, স্ত্রী শেফালী বেগম ও এক মেয়েকে নিয়ে গত ৩৫ দিন বাধেরই আছেন। জানান, বাড়িতে যাওয়ার পরিবেশ এখনও হয়নি। কাদা পানি। তাই বাধেই আছেন।

খুশীর বাজার এলাকার কাঁচামাল ব্যাবসায়ী মোতালেব প্রামাণিকের (৪৫) স্ত্রী লিপি বেগম (৩০) বলেন, বন্যার পানিতে তার বাড়ি ভেঙ্গে গেছে। হাতে টাকা নেই সংস্কারের জন্য। ফলে তিনি পনি নেমে গেলেও একনও স্ত্রী ও চার ছেলে তিনি বাধেই আছেন।

ভাজনডাঙ্গা এলাকার আবুল কালাম (৬০) জানান, তার বাড়ি থেকে এথনও পানি নামেনি। কাদা মাটিতে ভরে গেছে। তাই তিনি স্ত্রী রাশেদা বেগম (৪০)কে নিয়ে বাড়ি যেতে পারছেন না। আছেন ফরিদপুর-চরভদ্রাসন সড়কের পাশে। জানালেন আরও এক সপ্তাহ তাকে এই রাস্তার পাশেই তাকতে হবে।

একই এলাকায় আছেন ভাঙ্গনডাঙ্গা এলাকার শুকুর ব্যাপরী (৪০)। শুকুর ব্যাপারীর সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। বন্যার পানিতে বাড়ি বেঙ্গে গেছে। বাড়ি ঠিক করতে পারছেন না বলে তিনি আছেন সড়কের পাশেই।

ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, বন্যায় দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। এছাড়া ৫০০ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি মেরামতে সাহায্য করা প্রয়োজন। পাশাপাশি বন্যায় ৩ কিলোমিটার ইট বিছানাে ও পাকা সড়ক ও সড়ক বিভাগের দুই কিলোমিটার পাকা সড়ক এবং বন্যা নিয়ন্ত্রণ বাধের চার কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। তিনি বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য কৃষকদের পুনবার্সন করাসহ আর্থিক ও উপকরণগত প্রণোদনা দেওয়া জরুরী হয়ে পড়েছে।