বনেই ফেরানো হলো দলছুট হনুমানটিকে

স্থানীয় লোকজনের হাতে ধরা পড়া মুখপোড়া হনুমান। মঙ্গলবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে। ছবি: প্রথম আলো
স্থানীয় লোকজনের হাতে ধরা পড়া মুখপোড়া হনুমান। মঙ্গলবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে। ছবি: প্রথম আলো

দলছুট হয়ে একটি মুখপোড়া হনুমান লোকালয়ে চলে আসে। আটক হয় স্থানীয় লোকজনের হাতে। পরে এটিকে উদ্ধার করে বনেই ফিরিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) এই মুখপোড়া হনুমানটি ধরা পড়েছিল মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, দলছুট হয়ে মুখপোড়া হনুমানটি গত মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকায় চলে আসে। একপর্যায়ে স্থানীয় লোকজন হনুমানটিকে ধরে ফেলেন। পরে একজন ব্যবসায়ী স্থানীয় লোকজনের কাছ থেকে হনুমানটিকে উদ্ধার করেন। তিনি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে সেটি হস্তান্তর করেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন হনুমানটি বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হনুমানটি সুস্থ ছিল। তাই মঙ্গলবার বিকেলে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।