খুলনা বিভাগে করোনা রোগী ১৫ হাজার ছাড়াল

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে নতুন ৩৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্তের ১৪৭তম দিন বুধবার রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ২২ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার ৫৯ জন, বাগেরহাটের চারজন, চুয়াডাঙ্গার ২৩ জন, যশোরের ৬১ জন, ঝিনাইদহের ৬৪ জন, কুষ্টিয়ার ৬১ জন, মাগুরার ২৪ জন, মেহেরপুরের ১৫ জন, নড়াইলের ২০জন এবং সাতক্ষীরার দুজন রয়েছেন।

বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত মোট ১৫ হাজার ২২ জনের মধ্যে ৪ হাজার ৮৯০ জনই খুলনা জেলার (প্রায় ৩৩ শতাংশ)। এ ছাড়া বাগেরহাটের ৭২৭ জন, চুয়াডাঙ্গার ৮৯১, যশোরে ২ হাজার ৩৯৬, ঝিনাইদহের ১ হাজার ২১৩, কুষ্টিয়ার ২ হাজার ১৮২, মাগুরার ৬৩১, মেহেরপুরের ২৯৫, নড়াইলের ৯৬৮ জন ও সাতক্ষীরার ৮২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসেবে, খুলনা বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন করোনা রোগী। এ নিয়ে করোনায় বিভাগে মোট ২৫২ জনের মৃত্যু হলো। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৭৩ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৪৪ জন, যশোরে ৩৩ জন, সাতক্ষীরায় ২৩ জন, ঝিনাইদহে ২০ জন, বাগেরহাটে ১৬ জন, চুয়াডাঙ্গায় ১৫ জন, নড়াইলে ১৩ জন, মাগুরায় আটজন ও মেহেরপুরে সাতজন মারা গেছেন।

এদিকে খুলনা বিভাগে করোনামুক্ত হওয়া মানুষের সংখ্যাও ১০ হাজার ছুঁই ছুঁই করছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ হাজার ৯১২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৬ শতাংশ।