গুদামে ২৫০০ কেজি পলিথিন, জরিমানা ২ লাখ টাকা

গুদামে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ১২ আগস্ট। ছবি: প্রথম আলো
গুদামে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ১২ আগস্ট। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারের একটি গুদাম থেকে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকালে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কামিনীগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ী মো. মহিউদ্দিন একটি ভবনের নিচতলার কক্ষ ভাড়া নিয়ে গুদাম হিসেবে ব্যবহার করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে বিকেল চারটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। এ সময় গুদামের তালা ভেঙে ভেতরে ৬৬টি বস্তায় প্রায় ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। সেগুলো জব্দের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাফিজুর রহমান ব্যবসায়ী মহিউদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হবে।