বড়লেখায় মাস্ক না পরায় জরিমানা

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান। আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহর থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান। আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহর থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি মামলায় ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

অভিযানের সময় মাস্ক না পরায় ১৭ জনকে ৫ হাজার ৪০০ টাকা, স্বাস্থ্যবিধি না মানায় পৌর শহরের বৈশাখী রেস্তোরাঁকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে একটি বাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।