জলের জীবন

ঢাকার ধামরাইয়ের নিম্নাঞ্চলে বন্যার পানি। দুর্ভোগে অনেক মানুষ। ফসলের ক্ষতি। কৃষকের মাথায় হাত। এসব মানুষের জলে ভাসা জীবনের দুঃখকষ্ট নিয়ে এই ছবির গল্প।
১ / ১১
শিশুকে কোলে নিয়ে অন্যত্র যাচ্ছেন মা।
শিশুকে কোলে নিয়ে অন্যত্র যাচ্ছেন মা।
২ / ১১
জলের জীবনে একমাত্র বাহন নৌকায় করে যাচ্ছেন নারী-শিশু।
জলের জীবনে একমাত্র বাহন নৌকায় করে যাচ্ছেন নারী-শিশু।
৩ / ১১
জলের মাঝে নারী ও শিশু।
জলের মাঝে নারী ও শিশু।
৪ / ১১
বন্যার পানিতে ডুবে গেছে টিউবওয়েল। খাওয়ার পানির উপায় কী?
বন্যার পানিতে ডুবে গেছে টিউবওয়েল। খাওয়ার পানির উপায় কী?
৫ / ১১
পানিতে দাঁড়িয়ে দৈনন্দিন কাজ।
পানিতে দাঁড়িয়ে দৈনন্দিন কাজ।
৬ / ১১
নৌকায় দাদি, পানিতে নাতনি।
নৌকায় দাদি, পানিতে নাতনি।
৭ / ১১
দূর গ্রাম থেকে খাওয়ার পানি সংগ্রহের সংগ্রাম।
দূর গ্রাম থেকে খাওয়ার পানি সংগ্রহের সংগ্রাম।
৮ / ১১
হাজী গ্রামে বন্যায় প্লাবিত ভবন
হাজী গ্রামে বন্যায় প্লাবিত ভবন
৯ / ১১
নৌকায় করে খাওয়ার পানি সংগ্রহে যাচ্ছেন এক ব্যক্তি।
নৌকায় করে খাওয়ার পানি সংগ্রহে যাচ্ছেন এক ব্যক্তি।
১০ / ১১
বাড়িঘর ডুবে আছে পানিতে।
বাড়িঘর ডুবে আছে পানিতে।
১১ / ১১
বন্যার পানিতে মাছ ধরতে জাল ফেলেছেন এক ব্যক্তি।
বন্যার পানিতে মাছ ধরতে জাল ফেলেছেন এক ব্যক্তি।