খুলনা বিভাগে করোনা থেকে সুস্থ ১০ হাজারের বেশি মানুষ

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১৪৮তম দিনে বুধবার সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ২০৭। বিভাগে কোভিডে আক্রান্তের সংখ্যা এখন ১৫ হাজার ৩০৬। এর মধ্যে মারা গেছেন ২৫৭ জন।

বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন ১৯৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার প্রায় ৬৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৫ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে করোনায় বিভাগে মোট ২৫৭ জনের মৃত্যু হলো।

বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ৭৪ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৪৪, যশোরে ৩৩, সাতক্ষীরায় ২৫, ঝিনাইদহে ২০, বাগেরহাটে ১৬, চুয়াডাঙ্গায় ১৭, নড়াইলে ১৩, মাগুরায় ৮ ও মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১৯৭ জনের মধ্যে খুলনা জেলায় ৩৮, বাগেরহাটে ১৫, চুয়াডাঙ্গায় ৫১, যশোরে ১, ঝিনাইদহে ৪৭, কুষ্টিয়ায় ১১, মেহেরপুরে ১৮ ও সাতক্ষীরায় ১৬ জন রয়েছেন। এই সময়ে মাগুরা ও নড়াইল জেলায় কেউ করোনা শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১৫ হাজার ৩০৬ জনের মধ্যে ৪ হাজার ৯২৮ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটে ৭৪২, চুয়াডাঙ্গায় ৯৪২, যশোরে ২ হাজার ৩৯৭, ঝিনাইদহে ১ হাজার ২৬০, কুষ্টিয়ায় ২ হাজার ১৯৩, মাগুরায় ৬৩১, মেহেরপুরে ৩১৩, নড়াইলে ৯৬৮ ও সাতক্ষীরাতে ৮৪৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।