খুলনা বিভাগে ১০ দিনে সর্বনিম্ন করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে গত ১০ দিনের মধ্যে আজ শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে কম শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১৬৫ জন কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ১৬৯ জন। বিভাগের ১০ জেলায় এই সময়ে একজন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগে ১৫ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ঈদুল আজহার পরের দু–তিন দিন করোনা শনাক্তের সংখ্যা কম ছিল। ওই নমুনা পরীক্ষাও কম হয়েছিল। তবে ৫ জুলাই থেকে শনাক্তের সংখ্যা আবার বাড়তে থাকে। ওই দিন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনে প্রতিদিন গড়ে ৩০০ জনের ওপর করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার ১০ তম দিনে সর্বনিম্ন ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে এ পর্যন্ত কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ২৫৮ জন মারা গেছেন। বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ৭৪ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৪৪, যশোরে ৩৩, সাতক্ষীরায় ২৫, ঝিনাইদহে ২১, বাগেরহাটে ১৬, চুয়াডাঙ্গায় ১৭, নড়াইলে ১৩, মাগুরায় ৮ ও মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১৬৫ জনের মধ্যে খুলনা জেলায় ৬৪, বাগেরহাটে ৩২, যশোরে ১, ঝিনাইদহে ১৮, কুষ্টিয়ায় ১৩, মাগুরায় ৯, মেহেরপুরে ১০, নড়াইলে ১৫ ও সাতক্ষীরায় ৩ জন রয়েছেন। এই সময়ে চুয়াডাঙ্গায় কারও করোনা শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১৫ হাজার ৩৮৪ জনের মধ্যে ৪ হাজার ৯৯২ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটে ৭৭৪, চুয়াডাঙ্গায় ৯৪২, যশোরে ২ হাজার ৩৯৮, ঝিনাইদহে ১ হাজার ২৭৮, কুষ্টিয়ায় ২ হাজার ২০৬, মাগুরায় ৬৪০, মেহেরপুরে ৩২৩, নড়াইলে ৯৮৩ ও সাতক্ষীরায় ৮৪৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।