রাজশাহী বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন রাজশাহীতে একজন ও বগুড়ায় দুজন কোভিড–১৯ রোগী মারা গেছেন। তবে এক দিনে সুস্থ হয়েছেন ২৯১ জন। আজ শুক্রবার এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৯ জনসহ বিভাগে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ৭২ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ১ জন। রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৫৮৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৩ হাজার ৯১০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৯ জন, নওগাঁয় ১ হাজার ২৬ জন, নাটোরে ৬৬৭ জন, জয়পুরহাটে ৮৩৫ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৬৮৬ জন ও পাবনায় ৮৯৭ জনের করোনার সংক্রমণ ধরা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২০৭ জন। এর মধ্যে বগুড়ায় ১২৪ জন, রাজশাহীতে ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ২ জন, জয়পুরহাটে ৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে এই রোগে।

শুক্রবার পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০৭ জন ব্যক্তি। এর মধ্যে বগুড়ায় ৪ হাজার ৪৩৮ জন, রাজশাহীর ২ হাজার ১৬৬, চাঁপাইনবাবগঞ্জে ৩৭২ জন, নওগাঁয় ৯১৭ জন, নাটোরে ২৯২ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ৮১২ জন ও পাবনায় ৬৯৬ জন।