ফেনীতে ১১৭ জনের করোনা পরীক্ষায় ৩১ জন শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১১৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এই সংখ্যক পজিটিভ আসে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫১১।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন শনাক্ত ৩১ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় ১১ জন, দাগনভূঞায় ৮ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ১ জন, ফুলগাজী উপজেলায় ২ জন ও পরশুরাম উপজেলায় ১ জন রয়েছেন।
মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯ জন। জেলায় এ পর্যন্ত কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ ৩২ জনের মৃত্যু হয়েছে।

গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন।
ফেনীর সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়া স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করে। সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করায় সুস্থতার হার বেড়েছে। অধিকাংশ রোগীর উপসর্গ মৃদু হওয়ায় তাঁরা বাড়িতে থেকে দ্রুত সুস্থ হচ্ছেন।