দ্বিতীয় পরীক্ষা করোনা নেগেটিভ, না.গঞ্জে জেলা জাপা নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের

দ্বিতীয় পরীক্ষা করোনা নেগেটিভ, না.গঞ্জে জেলা জাপা নেতার মৃত্যু

দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ নেগেটিভ আসার পাঁচ দিন পর মারা গেলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের (৬৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

আবু জাহের জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

আজ শনিবার বেলা দুইটায় উপজেলার চৌধুরীবাড়ি এলাকায় নাসিম ওসমান মডেল স্কুলে জানাজা শেষে কোটপাড়া হাফেজিবাগ কবরস্থানে আবু জাহেরের লাশ দাফন করা হয়।

আবু জাহেরের ছেলে রোহান জানান, ২০ দিন আগে তাঁর বাবা শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হন। পরে নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর তাঁর নমুনা পরীক্ষায় সংক্রমণ নেগেটিভ আসে। তবে করোনাভাইরাসের কারণে ফুসফুসে পানি জমে যাওয়ায় এবং শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার প্রথম আলোকে বলেন, কোভিড–১৯–এ আক্রান্ত আবু জাহেরের ১৪ দিন পর দ্বিতীয়বারের নমুনা প্রতিবেদন নেগেটিভ আসে। তবে তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল।

জেলার করোনাভাইরাস–বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি আবু জাহের করোনাভাইরাস পজিটিভ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।’