বগুড়ায় করোনায় নওগাঁর শিল্পপতিসহ দুজনের মৃত্যু

করোনাভাইরাস। প্রতীকী ছবি।
রয়টার্স

করোনাভাইরাস সংক্রমণে বগুড়ার দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে ১০টা ও দিবাগত রাত ৩টায় দুজনের মৃত্যু হয়। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে একজন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে একজন মারা যান।

টিএমএসএস মেডিকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, এই দুজনের একজন নওগাঁর এক শিল্পপতি।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী উপনির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বুধবার এখানে ভর্তি হন নওগাঁর শিল্পপতি। পরের দিন জানা যায় তিনি করোনা পজিটিভ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

আর মোহাম্মদ আলী হাসপাতালে রাত তিনটার দিকে মারা যান এক নারী (৫৫)। তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ রোববার পর্যন্ত জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫ হাজার ৭৪২। এখন পর্যন্ত মারা গেছেন ১৩১ জন।