চট্টগ্রামের সাংসদ ফজলে করিম চৌধুরীর করোনা শনাক্ত

সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সরকারদলীয় সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দিয়েছিলেন তিনি। সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাউজানে সাংসদসহ ২৯ জনের নমুনা নেওয়া হয়। তার মধ্যে সাংসদসহ ছয়জনের করোনা পজিটিভ আসে।

রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, সাংসদ ফজলে করিম চৌধুরী এখন চট্টগ্রাম নগরীর বাসায় আইসোলেশনে আছেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এরপর তিনি করোনা পজিটিভ হলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাংসদ ফজলে করিম করোনার শুরু থেকে নিজ এলাকায় ত্রাণ তৎপরতা ও সচেতনতা নিয়ে মাঠে ছিলেন। তিনি মাসে দুই থেকে তিনবার এলাকায় আসেন।