টাঙ্গাইল সদরের ইউএনওর করোনা শনাক্ত

সাইদুল ইসলাম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সাইদুল ইসলাম কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ এসেছে।

সাইদুল ইসলাম জানান, কয়েক দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে গত মঙ্গলবার পরীক্ষার জন্য নমুনা দেন। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সাইদুল ইসলাম করোনা প্রাদুর্ভাবের শুরুতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেখানে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আলোচিত হন। তাঁর উদ্যোগে কৃষকদের ধান কেটে দেওয়া, মৃত ব্যক্তিদের দাফনসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। গত ২৭ জুলাই সোনারগাঁ থেকে বদলি হয়ে টাঙ্গাইল সদর উপজেলায় যোগ দেন। যোগ দেওয়ার পর থেকেই করোনা প্রতিরোধে মাঠে ছিলেন সক্রিয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের কান্দাপাড়া যৌনপল্লির তিন শতাধিক শিশুর মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন তিনি।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এর আগে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাগরপুরের সহকারী কমিশনারসহ (ভূমি) কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে।