বেলকুচিতে গৃহবধূ খুন, শ্বশুর গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত বুধবার রাতে বিলকিস খাতুন (২৭) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় পুলিশ রাতেই গৃহবধূর শ্বশুর জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন৷
বিলকিস ওই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় গৃহবধূর ভাই গতকাল বৃহস্পতিবার ভোরে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন৷
মামলার এজাহার ও স্বজনেরা জানান, চার বছর আগে চৌহালী উপজেলার সদিয়াচাদপুর গ্রামের ফজল হকের মেয়ে বিলকিসের সঙ্গে মাহমুদপুর গ্রামের বিল্লালের বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ শুরু হয়। বুধবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল বিলকিসকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ সময় প্রতিবেশীদের প্রশ্নের মুখে সত্য ঘটনা জানাজানি হয়ে গেলে বিল্লাল লাশ ফেলে পালিয়ে যান।