ফরমালিনেরপরীক্ষাযন্ত্র নিয়ে প্রশ্ন

ফরমালিনেরপরীক্ষাযন্ত্র
ফরমালিনেরপরীক্ষাযন্ত্র

ফরমালিনের উপস্থিতি নির্ণয়ের যন্ত্র জেড ৩০০-এর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এ জন্য দুটি আম ফরমালিন ও ইথোফেনের মধ্যে ডুবানো হয়। এক দিন পর ওই মিটার দিয়ে আম দুটি পরীক্ষা করে দুটোতেই একই পরিমাণে ফরমালডিহাইডের (ফরমালিনের দ্রবীভূত রূপ) উপস্থিতি পাওয়া যায়। অর্থাৎ খাদ্যসামগ্রীতে যে রাসায়নিকই থাকুক না কেন, ওই যন্ত্র তা ফরমালিন হিসেবে চিহ্নিত করছে।