বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয়েছে। চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করছেন।

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়েছেন।

এদিকে গত ১৪ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ‘বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বইটি প্রকাশিত হয়। এরপর বইয়ের কিছু লেখা নিয়ে দলের ভেতরে-বাইরে নানা বিতর্ক দেখা দেয়। এর পর থেকে দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। দুই মাস পর তিনি দলের স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিলেন।