সাক্ষ্য দিলেন আরও দুজন

বিশ্বজিৎ দাস
বিশ্বজিৎ দাস

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল রোববার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ২৫ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ। গতকাল আদালতে সাক্ষ্য দেন ঘটনাস্থল বাহাদুর শাহ পার্কসংলগ্ন ভিক্টোরিয়া পেট্রলপাম্পের কর্মচারী মোহাম্মদ সালেক ও বিশ্বজিৎ দাসের দোকানের পাশের দোকান অতিথি টেইলার্সের মালিক সুমন খান।
এ মামলায় কারাগারে আটক আট আসামি হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা। তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যা করে। এ মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।