বিনা মূল্যে চিকিৎসা

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) উদ্যোগে গতকাল শনিবার যশোরের জেনারেল হাসপাতালে বিনা মূল্যে ৩০ জন হিমোফিলিয়া (জন্মগত রক্তক্ষরণজনিত রোগ) রোগীকে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে জেনারেল হাসপাতালের সভাকক্ষে গতকাল একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এনায়েত করিম ও যশোরের সিভিল সার্জন আতিকুর রহমান খান।