জঙ্গিবাদ দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী

মহীউদ্দীন খান আলমগীর
মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জঙ্গিবাদ দৃঢ়তার সঙ্গে দমন করার ব্যাপারে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
আজ শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মধ্যে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, হেফাজত ও এ-জাতীয় প্রতিষ্ঠান ধর্মের মোড়কে ব্যবসা করছে। মানুষকে বিভ্রান্ত করছে। তাদের প্রতিহত করে বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুযায়ী প্রতিষ্ঠিত করা হবে বলে মন্ত্রী জানান। এ ব্যাপারে তিনি দেশবাসীর সহযোগিতা চান।
মহীউদ্দীন খান আলমগীর জানান, বর্তমান সরকারের আমলে বিজিবি ও পুলিশ বিভাগে জনবল নিয়োগ করা হবে। এসব নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধদের সন্তানেরা অগ্রাধিকার পাবেন।
মুক্তিযোদ্ধাদের মধ্যে সাড়ে আট লাখ টাকা ও ৯০ বান্ডিল টিন বিতরণ করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়া উদ্দিন সুমন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারি প্রমুখ।