সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি জোট

‘নির্দলীয় সরকারব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে’ জাতিসংঘসহ সব পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ২০-দলীয় জোটের চলমান অবরোধ অব্যাহত থাকবে। দাবি মানা না হলে আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দিতে জোট বাধ্য হবে।
বিবৃতিতে দাবি করা হয়, গত মঙ্গলবার রাতে যশোরের মনিরামপুরে বিএনপির কর্মী আবু সাঈদ ও বজলুর রহমানকে পুলিশ ক্রসফায়ারে হত্যা করেছে। এ পর্যন্ত জোটের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতার পটপরিবর্তন হলে এসবের জন্য দায়ী ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধ আদালতে বিচার করা হবে।