৭ মার্চের প্রতিদিনের কুইজের বিজয়ী যাঁরা

বিশ্বকাপজুড়ে প্রথমআলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ১৯ জেলায় প্রথমআলোর কার্যালয়ে। প্রতিদিনের এমন দুটি কুইজের পাশাপাশি সাপ্তাহিক, পর্বভিত্তিক এসএমএস ও অনলাইন কুইজ মিলিয়ে থাকছে ১২টি কুইজের জমজমাট আয়োজন।

থাকছে তিনটি ব্র্যান্ড নিউ গাড়িসহ লাখ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

৭ মার্চের প্রতিদিনের কুইজের ফলাফল প্রকাশিত হলো আজ।  

বরিশালে ড্র পরিচালনা করেন জেলা বন্ধুসভার নারী বন্ধু ফারজানা আক্তার, প্রিয়াংকা, সাজবিন
বরিশালে ড্র পরিচালনা করেন জেলা বন্ধুসভার নারী বন্ধু ফারজানা আক্তার, প্রিয়াংকা, সাজবিন

স্বপ্ন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের ৭ মার্চের বিজয়ী
ঢাকা: স্মৃতি, বিসিসি রোড, ঢাকা;চট্টগ্রাম: তুহিন, নাসিরাবাদ; খুলনা: লুচি ওহাব, সদর; বরিশাল: আয়শা বেগম, বাংলাবাজার; রাজশাহী: নাফি, আসাম কলোনী; সিলেট: মো. শাহ আলম, শাহী ঈদগাহ; রংপুর: ইভা, মুন্সিপাড়া; দিনাজপুর: নিখিল চন্দ্র রায়, উত্তর বালুবাড়ি; ময়মনসিংহ: অন্নি, বলাশপুর; যশোর: ইকবাল হোসেন, কাটিয়া; বগুড়া: তৌফিক আহমেদ, ঠনঠনিয়া; কক্সবাজার: মো. রুহাতি খান, নতুন বাহারছড়া।

এসআলম-প্রথম আলো বিশ্বকাপকুইজ লড়াইয়ের ৭ মার্চের বিজয়ী
ঢাকা: মো. রুবেল, খিলগাঁও, ঢাকা;  চট্টগ্রাম: শিরিন আকতার, হালিশহর; খুলনা: শহিদুল সরদার, কেশবপুর, যশোর; রাজশাহী: রোকনুজ্জামান সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়;সিলেট: রিপন মিয়া;  রংপুর: নীলা, মুন্সিপাড়া; ময়মনসিংহ: স্নিগ্ধ মজুমদার, মাকরজানি লেন; কুমিল্লা: সাইফুর রহমান, উজির দিঘিরপাড়; পাবনা: শোভা রায়, দিলালপুর; বগুড়া: ফুয়ারা খাতুন, ফুলতলা; নোয়াখালী: সাহিদা আক্তার বিজলি, মাইজদী হাউজিং; ফরিদপুর: মো. লাবলু শেখ, পূর্ব খাবাসপুর; গাইবান্ধামো. সামসুল হক, পূর্বপাড়া; কুষ্টিয়া: মো. বিলাল, রাজারহাট; টাঙ্গাইল: রুদ্র দত্ত, আদালতপাড়া।
লটারিরড্রপরিচালনাকরেছেনযাঁরা:

ঢাকা: সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর; চট্টগ্রাম: হোটেল আগ্রাবাদের সিনিয়র ম্যানেজার মো. ইফতেখার শাফী; খুলনা: রূপসা কলেজের সহকারী অধ্যাপক রমা রহমান;  রাজশাহী: ইউসেপ-ছোট বনগ্রাম স্কুলের শিক্ষক মাসুদ রানা;সিলেট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী; রংপুর: জেলার সাবেক খেলোয়াড় রশিদুল হক; ময়মনসিংহ: নারী সংগঠক সাবিনা বারী;কুমিল্লা: জেলা মহিলা সমিতির সভানেত্রী মেহেরুন্নেছা বাহার; পাবনা: জেলা ড্রামা সার্কেলের আজীবন সদস্য ভাস্কর চক্রবর্তী; বগুড়া: পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এবং দৈনিককরতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; নোয়াখালী: জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ; ফরিদপুর: আনন্দ আবির ক্রিকেট দলের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস; গাইবান্ধা: আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের পরিচালক মো. নুরুল আলম;কুষ্টিয়া: জয়িতা রশিদা খানম; টাঙ্গাইল: জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম;বরিশাল: জেলা বন্ধুসভার নারী বন্ধু ফারজানা আক্তার, প্রিয়াংকা, সাজবিন;দিনাজপুর: হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার; যশোর: বাংলাদেশ অনূর্ধ্ব–১৪ ফুটবল দলের সাবেক কোচ ইমদাদুল হক;কক্সবাজার: জেলার সাবেক ফুটবলার মো. নুরুল আমিন।