শেকল ভাঙার গান

স্বপ্নযাত্রী আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা
স্বপ্নযাত্রী আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা

পূর্ণেন্দু পত্রীর কবিতার বিখ্যাত দুই চরিত্র শুভংকর ও নন্দিনী। তাদের ভালোবাসার অমর আলেখ্য লিপিবদ্ধ আছে কথোপকথন কাব্যগ্রন্থে। কথোপকথন–এর কবিতা অবলম্বনে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী মঞ্চে আনল ভিন্নধর্মী প্রযোজনা। ‘তোমায় হৃদমাঝারে রাখিব’ শিরোনামের এই প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। ২৪ মার্চ নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বপ্নযাত্রী আয়োজন করে এ অনুষ্ঠানের।
শেকল ভাঙার গান শিরোনামে এ অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়। শুরুতে ছিল, ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানের সঙ্গে কোরিওগ্রাফি পরিবেশনায়। এরপর আবৃত্তিশিল্পী শুভাশীষ শুভ পরিবেশন করেন ‘মিলিকে চিঠি’ শিরোনামের কবিতা। লুবাবা ফেরদৌসীর গ্রন্থনা ও নির্দেশনায় ছিল ‘জাগরণ’ শিরোনামে বৃন্দ আবৃত্তির পরিবেশনা। আবৃত্তির পাশাপাশি নাচ ও গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানের ফাঁকে মঞ্চে কথামালা নিয়ে আসেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক রইসুল হক বাহার, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, কবি কামরুল হাসান বাদল এবং স্বপ্নযাত্রীর রুদ্র রাজীব। আয়োজনে দর্শকদের ভালো লেগেছে শুভাশীষ শুভ রচিত ও নির্দেশিত প্রেক্ষাপট শিরোনামের নাট্য প্রযোজনা। এ ছাড়া মঞ্চে নৃত্য পরিবেশন করেন উমেচিং চৌধুরী, রিয়াংকা দাশ ও সঞ্চিতা দে। মৈত্রেয় বড়ুয়া, মাসুম পারভেজ ও আরেফিন তাহান পরিবেশন করেন ‘আমি বাংলায় গান গাই’ শিরোনামের গান। এরপর তাঁদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।