কুমিল্লায় বাসে পেট্রলবোমা, দগ্ধ ৭

বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমায় দগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। ছবি: সাহাদাত পারভেজ
বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমায় দগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। ছবি: সাহাদাত পারভেজ

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই হামলা চালানো হয়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এই দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ইউনিক পরিবহনের ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিল।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন অঞ্জন কুমার দে (৪৮)। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজ করেন। অপর জন হলেন অবসরপ্রাপ্ত ​শিক্ষক র​ঞ্জিত শর্মা। তিনি রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে অব​সরে যান। তাঁদের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের ভাষ্য, যাত্রীবাহী বাসটি রাত ১২টার দিকে চান্দিনায় পৌঁছালে পেট্রলবোমা হামলার শিকার হয়। এতে সাতজন যাত্রী দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের প্রথমে জেলার বুড়িরচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে দগ্ধ হন খোকন চাকমাসহ সাতজন। খোকন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে ঢাকায় আনা হয়। ছবিটি আজ বুধবার সকাল নয়টায় তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে দগ্ধ হন খোকন চাকমাসহ সাতজন। খোকন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে ঢাকায় আনা হয়। ছবিটি আজ বুধবার সকাল নয়টায় তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সেখানকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন রাঙামাটির খোকন চন্দ্র চাকমা (৩৩) ও সুমন চন্দ্র নাথ (৩০) এবং গোপালগঞ্জের এমরান হোসেন (২৫)। তাঁদের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী লাভলি আক্তার (২৮)।