শৈশব থেকেই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। দেশ ও দেশের মানুষের জন্য বিরামহীনভাবে করেছিলেন কাজ, পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধুতে। তাই বঙ্গবন্ধুকে দেশের স্বাধীনতাসংগ্রাম ও স্বাধীনতা অর্জন থেকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই।
গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, দেশের স্বাধীনতাবিরোধী চক্র এখনো সক্রিয় রয়েছে। তাই এ বিষয়ে সবাইকে সব সময় সজাগ থাকতে হবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের শিক্ষক মো. সেলিম। সঞ্চালনা করেন দর্শন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাফিজুল ইসলাম।