জরিমানা

পরিবেশের ক্ষতি করায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র না থাকা, বর্জ্য পরিশোধনযন্ত্র ইটিপি না থাকা, ইটিপি থাকা সত্ত্বেও তা বন্ধ রেখে দূষিত বর্জ্য সরাসরি বাইরে ফেলার অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরে ডেকে শুনানি শেষে ওই জরিমানা করেন। নিজস্বপ্রতিবেদক