ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ নামে নতুন বিভাগ সৃষ্টি করে গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে ময়মনসিংহের বিভাগ গঠনের আনুষ্ঠানিকতা শেষ হলো। এখন বিভাগীয় কমিশনারসহ পর্যায়ক্রমে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হবে। গতকাল মঙ্গলবারের সই করা এই গেজেট প্রকাশিত হয় আজ বুধবার।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। যে চার জেলা নিয়ে নতুন এই বিভাগ হলো সেগুলো হলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে থাকা টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়নি।