তিন জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গতকাল সোমবার তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। এ সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন বলেন, রোববার রাতে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ড এলাকা থেকে মো. রহিম, মো. করিম ও বাবুল নামে তিন জেলেকে ১০০ কেজি ইলিশসহ আটক করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।