সাত চূড়া জয় ওয়াসফিয়ার

ওয়াসফিয়া নাজরীন
ওয়াসফিয়া নাজরীন

বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করলেন ওয়াসফিয়া নাজরীন। ১৮ নভেম্বর সকাল ১০টা ১৯ মিনিটে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চল দিয়ে অস্ট্রেলিয়ার (ওশেনিয়া) সর্বোচ্চ শৃঙ্গ কারস্তনেজ পিরামিড জয় করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ইন্দোনেশীয় পর্বতারোহী জশুয়া নোয়া। বাংলাদেশ অন সেভেন সামিট কর্মসূচির অংশ হিসেবে ২০১১ সালে ওয়াসফিয়া তাঁর সেভেন সামিট অভিযান শুরু করেন। ২০১২ সালে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।
বাংলাদেশে তাঁর মুখপাত্র করভী রাখসান্দকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওয়াসফিয়া সেভেন সামিট সম্পন্নের খবর দেন। এ সময় তিনি করভীকে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদ্যাপনের জন্য আমরা এই প্রচারণা শুরু করি। এখন নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি।’
করভী রাখসান্দ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘দেশে ফিরে এসে ওয়াসফিয়া নারীদের জন্য পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন। সেভেন সামিট অভিযানের সফলতায় চার বছর ধরে যাঁরা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই।’
১৬ হাজার ২৪ ফুট উচ্চতার কারস্তনেজ পিরামিডের স্থানীয় নাম পুনাক জায়া। সেভেন সামিটের অংশ হিসেবে ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয় এটিকে। এটি ছিল সেভেন সামিটের ৭ নম্বর চূড়া জয়। এর আগে ওয়াসফিয়া নাজরীন আফ্রিকার মাউন্ট কিলিমানজারো, এশিয়ার মাউন্ট এভারেস্ট, অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন, ইউরোপের এলব্রুস, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, দক্ষিণ আমেরিকার অ্যাকোংকাগুয়া পর্বতশৃঙ্গ জয় করেছেন।