হিলি স্থলবন্দরে ধর্মঘট প্রত্যাহার, কার্যক্রম শুরু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ওই বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা তাঁদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর গতকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
চোরাই মাল সন্দেহে ১৪ নভেম্বর মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশবোঝাই একটি ট্রাক আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর প্রতিবাদে ব্যবসায়ীরা ছয় দফা দাবি জানিয়ে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।
এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা ছয়টায় হিলি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কক্ষে বিজিবি, উপজেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর রাতে ব্যবসায়ীরা তাঁদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী বলেন, ১৪ নভেম্বর রাতে পাঁচবিবির নাকুরগাছি বিজিবি চেকপোস্টের কাছে মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশবোঝাই একটি ট্রাক আটক করে বিজিবি। এ সময় মালামালের বিপরীতে কাগজপত্রের গরমিল পাওয়া যায় এবং মালামালের সঙ্গে মূসক চালানও ছিল না।