বৈশাখী আয়োজন

আর মাত্র কয়েক দিন পরই আসছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। খেলনা, মাটির ব্যাংক, তৈজসপত্রসহ নানা কিছুর পসরা বসবে বৈশাখী মেলায়। সেগুলো তৈরিতেই ব্যস্ত বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের শিল্পীরা।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


মাটির তৈরি খেলনা রোদে শুকাতে দিচ্ছেন এক নারী।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


মাটির খেলনা রং করার কাজ চলছে। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


চারপাশে মাটির খেলনা রোদে শুকাতে দেওয়া হয়েছে। সেখানেই রং-তুলি নিয়ে কাজে বসে গেছেন এক মৃৎশিল্পী।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


খেলনায় নকশা আঁকছেন এক নারী।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


বাঁশঝাড়ের ছায়ায় বসে চলছে খেলনায় রং করা। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


মাটির পুতুলে লাল রং দেওয়া হয়েছে। রোদে শুকাতে দিতে মায়ের হাতে তুলে দিচ্ছেন এক মৃৎশিল্পী।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


নানা রঙের মাটির খেলনা। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


তৈরি হয়েছে হরেক রকম মাটির খেলনা।