স্থানীয় সরকারের সক্ষমতা উন্নয়ন নিয়ে কর্মশালা

রাজধানীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে গত বৃহস্পতিবার ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জন্য খসড়া সক্ষমতা উন্নয়ন কাঠামো’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারসচিব আবদুল মালেক। তিনি বলেন, স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তোলার জন্য একটি কার্যকর ও যুগোপযোগী সক্ষমতা উন্নয়ন কাঠামো থাকা জরুরি।
সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক জন ভংসহ তিনজন পরামর্শক এই কাঠামোটি প্রণয়ন ও উপস্থাপন করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের প্রতিনিধি, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।