অধিগ্রহণের ক্ষেত্রে বাড়তি জমি না চাইতে বললেন ভূমিমন্ত্রী

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৩১তম সভায় সভাপতির বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীছবি: ভূমি মন্ত্রণালয়ের সৌজন্যে

সরকারি সংস্থাগুলোকে ভূমি সাশ্রয়ী ও টেকসই স্থাপনা পরিকল্পনা গ্রহণ এবং কম জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ ছাড়া ভূমি অধিগ্রহণের আবেদনের সময় অপরিহার্য ক্ষেত্রের বাইরে অতিরিক্ত জমি না চাওয়ার অনুরোধ করেছেন তিনি।

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৩১তম সভায় সভাপতির বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান ভূমিমন্ত্রী। কমিটি ৫০ বিঘা পর্যন্ত ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দিতে পারে। এর বেশি হলে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন।

ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয় ও প্রত্যাশী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ভূমির বহুমুখী ব্যবহার বেড়ে যাওয়ায় জমির প্রাপ্যতা কমে যাচ্ছে। মূল্যবান জমির অপচয় রোধে ভূমির টেকসই ও দক্ষ ব্যবহার প্রয়োজন। না হলে একসময় অতিজরুরি উন্নয়ন কিংবা সেবামূলক প্রকল্পের জন্য আদর্শ জমি পাওয়া দুষ্কর হয়ে যাবে।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ভূমির দক্ষ ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে। এ জন্য কৃষিজমি রক্ষার অংশ হিসেবে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।